সিরাজগঞ্জের উল্লাপাড়া তা-মীম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ক্লিনিকে ভুল চিকিৎসায় মধু খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ মার্চ) রাতে উল্লাপাড়া শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড নামক এলাকার তা-মীম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ক্লিনিকে এ ঘটনা ঘটে।
মধু খাতুন উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের আরমান হোসেনের স্ত্রী। বুধবার (৯ মার্চ) সকালে দাফন করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই হাসপাতালে কর্মরত মাসুদ রানা গৃহবধূর প্রতিবেশী হওয়ায় তার পরামর্শেই অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি হন। এদিকে মৃত্যুর ঘটনাটি গণমাধ্যমকর্মীরা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে সমঝোতা করার চাপ দিচ্ছেন বলে জানা গেছে।
নিহতের ভাতিজা মাসুদ হোসেন বলেন, “চাচিকে হাসপাতালে আমি গিয়ে ভর্তি করেছি। পরে জানতে পারি চাচি মারা গেছেন।”
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অপারেশন করার আগে রোগী সুস্থ ছিল। কিন্তু অপারেশন চলাকালীন রোগীর হার্টের সমস্যা থাকায় হার্টবিট বেড়ে যায়। তখন রোগীর অবস্থা অবনতি ঘটলে আমরা তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিই। আর হাসপাতালে রোগী মারা যাবে, এটাই স্বাভাবিক।”
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ব্যাপারে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন মো. খুরশীদ আলম বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। তবে এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে গণমাধ্যমের বরাত দিয়ে বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে।”